চিত্ত যেথা ভয়পূর্ণ : ভারত কি বেটি বনাম পঁচাত্তুরে আজাদীর অমৃত

১৫ আগষ্ট— তারিখটি পেরিয়ে যাওয়ার পরেও দেখছি মহোৎসবের মোচ্ছব উদযাপনে খামতি নেই দেখনদারি স্তরে। ওদিকে সরকারিভাবে নিষিদ্ধ করার পরেও নারী বেচাকেনার ডার্ক ওয়েব যথেষ্ট সক্রিয় আজও। তেরঙা উৎসবের চাকচিক্য থেকে একটু চোখ ফেরালেই ভারতের ৭৬তম স্বাধীনতা লগ্নে ভারতের বেটিদের সামাজিক অবস্থানটা বেশ স্পষ্টই দেখা যায়। ২০০২-এর ভয়ঙ্কর গোধরা কাণ্ডে গণধর্ষণের শিকার বিলকিস বানোর ১১ জন ধর্ষক আক্ষরিকভাবেই ‘আজাদি’ পেল ১৫ই আগষ্টের সকালে।

by সরিতা আহমেদ | 29 August, 2022 | 385 | Tags : 76th independence day Indian girls gang rape hatras bulli bai